News update
  • 3 Armed Forces Chiefs, Jamaat Ameer visit Khaleda Zia at Hospital     |     
  • Army, Navy, Air Chiefs Visit Khaleda Zia at Dhaka Hospital     |     
  • EU, BDRCS, IFRC Partner to Strengthen Recovery of July Uprising Survivors     |     
  • Mushfiqur, Mahmudullah, Mominul find teams in BPL     |     
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     

সিটি আইটি মেগা ফেয়ার শুরু ৮ ডিসেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-03, 8:14am

5493ff88488350dd225fb1fe8eb560c18f298aa33ee52bcf-af03fc75a7cdb563948a668e8e7272601764728088.jpg




সর্বশেষ বাজারে আসা নানা ধরনের প্রযুক্তিপণ্যের সঙ্গে তরুণদের পরিচয় করিয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। আগামী ৮ থেকে ১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলা অনুষ্ঠিত হবে।

ছয় দিনব্যাপী মেলায় অংশ নেবে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই থাকবে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান জানান, এবারের মেলাজুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্য নতুন প্রযুক্তিপণ্যের সমাহার। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে দর্শণার্থীদের জন্য।

সিটি আইটি মেগা ফেয়ার-এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’ উপলক্ষে মার্কেটজুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়। এবারের সিটি আইটি মেগা ফেয়ারে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন এবং পার্টিসিপেন্ট স্টল থাকবে।

প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডাসহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি।

এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র‍্যাফেল ড্র এর আয়োজন