News update
  • Nabaganga River erodes homesteads in Par Bishnupur, Narial      |     
  • Overnight rain floods Chattogram, causes traffic chaos     |     
  • Khagrachhari violence: 3 cases against 1, 000 unknown people     |     
  • Durga Puja ends today thru immersion of idol     |     
  • Bay Deep depression likely to cross Odisha by Thursday night     |     

দেশব্যাপী লোডশেডিং হতে যাচ্ছে, কারণ জানাল পিডিবি

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-09-10, 10:54am

fdgfgst-87154c92b3ee014d3ea47ba2af893ed91757480091.jpg




যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় হঠাৎ দেশব্যাপী লোডশেডিং শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পিডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে পিডিবি।