News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

ব্রিটেনে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2022-06-22, 4:08pm

img_20220622_160712-0e1230d47403891aff6f77d9f93d34b81655892532.jpg




ব্রিটেনে বার্ষিক মুদ্রাস্ফীতি মে মাসে ৯.১ শতাংশে উন্নীত হয়েছে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বুধবার প্রকাশিত সরকারী হিসাবে এ কথা বলা হয়।

এপ্রিলে এই হার ছিল ৯ শতাংশ। ব্যাংক অব ইংল্যান্ড জানায়, চলতি বছরের শেষ হওয়ার আগেই এটি ডাবল ডিজিটে পৌঁছাতে পারে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এই মুদ্রাস্ফীতি বেড়েছে।  তথ্য সূত্র বাসস।