News update
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     
  • Law to ban rice polishing effective from Aman season     |     
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     

সিডনিতে বন্যায় হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-07-05, 4:30pm

image-49040-1656999708-2558fba8480feb394441cee2ca2dbba51657017175.jpg




অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার বন্যা মারাত্মক রূপ নিয়েছে। বাড়িঘর জলমগ্ন এবং সড়ক তলিয়ে গেছে। হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জরুরি সেবার লোকজন প্রায় ৫০ হাজার লোককে অন্যত্র সরে যেতে কিংবা সরে যাওয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছে। 

সিডনিতে গতরাতে জরুরি সেবার লোকজন সেনা সদস্যদের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করে। পরিস্থিতি বিবেচনায় সিডনিতে একশ’ সেনা মোতায়েন করা হয়েছে। 

কর্মকর্তারা আরো বলেন, প্রবল বৃষ্টি, বন্যা ও প্রচন্ড বাতাসের কারণে ১৯ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।

এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ডোমেনিক পেরোটেট লোকজনকে বাড়ি ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ পালনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

জলবায়ু পরিবর্তনের খ্ষতিকর প্রভাবের শিকার অস্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তথ্য সূত্র বাসস।