News update
  • Bangladesh embrace agroecology to combat chemical overuse: Experts      |     
  • China warns Japan after ‘red line’ crossed on Taiwan     |     
  • Capital market rebounds on week’s first trading day     |     
  • Earthquake: Bangladesh Fire Service issues 8 safety guidelines     |     
  • Dry fish trade keeps Narail economy moving in winter     |     

বজ্রপাতে নিহত ৮ কৃষক

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-09-08, 6:28pm




সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আট কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।


বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আবদুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪)। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আট কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত পাঁচজন।

উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্য সূত্র বাসস।