News update
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     
  • Khulna’s ‘white gold’ shrimp eyes Tk 22,600cr export goal     |     

ইউরোপে গরমের কারণে ২০২২ সালে অন্তত ১৫ হাজার লোকের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-11-08, 2:45pm




ইউরোপে ২০২২ সালের এ পর্যন্ত গরমের কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।

ইউরোপে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশস্পেন ও জার্মানী।

ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেছেন, এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে ২০২২ সালে বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে। তথ্য সূত্র বাসস।