News update
  • After rain ‘Moderate’ air quality recorded in Dhaka on Sunday     |     
  • Dealers blamed for artificial fertiliser shortage in Rangpur     |     
  • At Least 50 Dead as Caribbean Recovers from Hurricane Melissa     |     
  • Landslide Kills 21, Dozens Missing in Western Kenya     |     
  • UN Chief Demands Justice for Crimes Against Journalists     |     

মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-09-10, 9:39am

resize-350x230x0x0-image-239152-1694314282-4678f6d407b8628cfd19b1d461632f731694317152.jpg




আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকহাজার মানুষ।

রোববার (১০ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। এরপর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ভয়াবহ এই কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকেশ শহর। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, ভয়াবহ এই ঘটনার পর মরক্কো সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। উদ্ধার তৎপরতা দ্রুত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, খাদ্য, সেবা, আশ্রয়, ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তিন লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।