News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

চার জেলায় বন্যার আশঙ্কা, সতর্কবার্তা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-08-04, 9:06pm

b806a6d12c9d2c809a035de8813d492bb58f690c15b4798b-9f558a1780f8b04caa34eeea457395461754320007.png




আগামী দুই দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। এ সময়ের মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, আর ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি গাইবান্ধা জেলার তিস্তা-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুগাই, কংস, লুবাছড়া, ঝালুখালি নদীসমূহের পানি সমতলে আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে উক্ত নদীসমূহের পানি সমতলে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এর ফলে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।