News update
  • Dhaka's street chaos grows beneath its Metro Rail     |     
  • Khulna farmers have surplus of sacrificial animals for Eid     |     
  • Non-Proliferation Treaty Review Confce Agenda Still Unclear      |     
  • Israel Targets Hospitals and Begins Displacement of N. Gaza      |     

গুজব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাদক বিষয়ে কুয়াকাটায় মত বিনিময় সভা

বিবিধ 2022-09-25, 11:20am

opinion-exchange-meeting-on-misgivings-b5bdc488854dc802a5c1c014d45479ce1664083248.jpg

Opinion exchange meeting on misgivings and communal harmony in Kuakata



পটুয়াখালী: গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মাদক বিষয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মত বিনিময় সভা অনুষ্ঠিত । পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে শুক্রবার রাত  ৮ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো.জসীম উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মো.আনোয়ার হোসেন আনু, খান এ রাজ্জাক, মো.মনিরুল ইসলাম, অনন্ত মুখার্জী, এস কে রঞ্জন, সিকদার জাবির হোসেন, মো.ওমর ফারুক প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বিরশাল বিভাগীয় জেলা তথ্য অফিসার জাকির হোসেন, গনযোগাযোগ অধিদপ্তরে রক্ষনাবেক্ষন প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীন, বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, গনযোগাযোগ অধিদপ্তরের সহ হিসাবরক্ষন অফিসার মো.কবির হোসেন, পরিচালক ঝালকাঠি মোঃ আহসান কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ পরিচালক ও  পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার প্রমূখ। - গোফরান পলাশ,