News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

রোটারি ক্লাব অব ঢাকা পল্লবী’র ২০২৪-২৫ রোটা বর্ষের প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত

বিবিধ 2024-07-07, 12:33am

the-first-regular-meeting-of-the-rotary-club-of-dhaka-pallabi-was-held-on-saturday-6-july-2024-2f57b6d34ae1cf5d199d17c1cfe325461720290833.jpg

The first regular meeting of the Rotary Club of Dhaka Pallabi was held on Saturday 6 July 2024.



৬ জুলাই ২০২৪ ইং, শনিবার সকাল ৮ টায় স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব ঢাকা পল্লবী’র প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মোঃ ফয়সাল মাহমুদ। বিগত (২০২৩-২০২৪) বছরের প্রেসিডেন্ট রোটারিয়ান মন্জুর আলম বাহারের নতুন প্রেসিডেন্ট কে কলার পরিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন।

ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী সলিম উল্লাহ খান বেলাল ও রোটারিয়ান নজরুল ইসলাম, , প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জুয়েল দাস, ট্রেজারার রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান মোঃ নাজিম উদ্দিন, রোটারিয়ান রাবেয়া আকতার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও অন্যতম সেবামূলক সংগঠন হিসেবে রোটারি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে রোটারি ক্লাব অব ঢাকা পল্লবী রাজধানী ঢাকা সহ পুরো বাংলাদেশে বিভিন্ন সময় সেবা মূলক কাজ করছে। বিগত বছরে বেশ কিছু সেবামূলক কার্যক্রম- বৃক্ষরোপণ কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম, শিশুদের মেধা বিকাশে বিভিন্ন চিত্রাংকন সহ নানান প্রতিযোগিতা, অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনা ভেক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম, মেডিকেল ক্যাম্প ইত্যাদি করে এসেছে। নতুন বছরের চলতি সপ্তাহে পল্লবী এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী দিয়ে শুরু করে সারাবছর সেবামূলক কার্যক্রম পরিচালনার ব্যাপারে নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়সাল মাহমুদ তার শুভেচ্ছা বক্তব্যে জানান। -প্রেস বিজ্ঞপ্তি