Prof. M Zahidul Haque
দাঁড়িয়ে রয়েছি অবিচল
অধ্যাপক এম জাহিদুল হক
ইতি,
তোমারই আমি।
এখন আর কেউ
পোস্ট করে না -
সেই নীল খামে আঁটা চিঠি
অন্তরের একরাশ উষ্ণতা ভরে
আমার হৃদয়ের গহ্বরে !
দিনু হরকরার ডাক
এখন তা শুধু স্মৃতি।
পরে আসা শামুক-মেইল
তাও প্রায় বিলীনের দ্বারপ্রান্তে
বিজ্ঞানের নব সৃষ্ট -
ই-মেইল এর হাত ধরে !
তবুও আমি জীর্ণ-শীর্ণ -
দাঁড়িয়ে রয়েছি অবিচল
যুগের খুঁটি ধরে --
মলিন অবয়বে !