News update
  • Loadshedding crosses 1860 MW,      |     
  • Dubai begins construction of 'world's largest' airport terminal     |     
  • Met office issues heat wave alert for next 72 hours     |     
  • Rain expected in CTG, Sylhet within 24 hours     |     
  • MV Abdullah leaving UAE for Bangladesh today     |     

নিউজিল্যান্ডে সম্ভাব্য তিমি মাছের ধাক্কায় নৌকা উল্টে ৫ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-09-11, 11:37am

00e90000-0aff-0242-29c1-08da9353c229_w408_r1_s-a3f72978d8301a748245462dcdcb5c2c1662874650.jpg




নিউজিল্যান্ডে শনিবার ভাড়া করা একটি ছোট নৌকা ডুবে পাঁচজন মারা গেছে। কর্তৃপক্ষ বলছে, সম্ভবত একটি তিমির সাথে সংঘর্ষে ওই নৌকাটি ডুবে গেছে। নৌকায় থাকা আরও ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৮.৫ মিটার (২৮ ফুট) দৈর্ঘ্যের নৌকাটি দক্ষিণ দ্বীপ শহর কাইকোরার কাছে উল্টে যায়। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

কাইকোরা পুলিশ সার্জেন্ট ম্যাট বয়েস এটিকে একটি দুঃখজনক এবং নজিরবিহীন ঘটনা বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, পুলিশ ডুবুরিরা নিহত সকলের মরদেহ উদ্ধার করেছে। বেঁচে থাকা ছয়জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। এছাড়া বাড়তি সতর্কতা হিসাবে একজনকে ক্রাইস্টচার্চ শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কাইকোরার মেয়র ক্রেগ ম্যাকল বার্তা সংস্থা এপি-কে বলেছেন, দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। তাই অনুমান করা হচ্ছে, নৌকার নিচ থেকে হয়তো একটি তিমি উঠে এসেছিল।

ম্যাকল বলেন, এই অঞ্চলে অনেক বেশি সংখ্যক তিমি চলাচলের কারণে, তিনি আগেই এমন সংঘর্ষের সম্ভাবনা সম্পর্কে ভেবেছিলেন।

তিনি বলেন "এমনটা যে ঘটতে পারে, এমন আশংকা আমার মনে সবসময়ই ছিল।" তবে তিনি এই ধরনের দুর্ঘটনার কথা এর আগে কখনো শোনেননি বলে জানিয়েছেন।

ম্যাকল বলেন, নৌকাটি ভাড়া করা যা সাধারণত মাছ ধরার জন্য ব্যবহৃত হয়।

পুলিশ বলছে, তারা নিহতদের স্বজনদের অবহিত করছে, তবে এখনও প্রকাশ্যে তাদের কারো নাম বলতে পারেনি।

কমপ্লায়েন্স এজেন্সি মেরিটাইম নিউজিল্যান্ড বলেছে, তারা ঘটনাস্থলে দু’জন তদন্তকারীকে পাঠিয়েছে এবং পুনরুদ্ধার অভিযান শেষ হলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

প্রধান তদন্তকারী ট্রেসি ফিলিপস বলেছেন, এজেন্সি "যারা মারা গেছে তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।" তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।