গিজার গ্রেট পিরামিডগুলির একটির প্রধান প্রবেশদ্বারের কাছে লুকানো ৯ মিটার একটি করিডোর আবিষ্কার করেছেন মিশরের বিজ্ঞানীরা।
আবিষ্কারটি স্ক্যান প্রজেক্টের অংশ হিসাবে করা হয়েছিল। এই প্রজেক্টে কোনো রকম ক্ষতি না করেই মিশরের প্রাচীন এবং রহস্যময় কাঠামোর দিকে নজর দেওয়ার জন্য নন-ইনভেসিভ প্রযুক্তি ব্যবহার করা হয়।
খুফুর গ্রেট পিরামিডের মধ্যে নতুন এই আবিষ্কারের ঘটনা ঘটলো। যা ২৫০৯-২৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে শাসক খুফুর সমাধি হিসেবে নির্মিত হয়েছিল।
তবে, চেম্বারটি ঠিক কীভাবে ব্যবহার করা হয়েছিল, তা বলতে পারেনি প্রত্নসম্পদ কর্তৃপক্ষ। এর আগে, ২০১৭ সালে একই পিরামিডে আরেকটি চেম্বার আবিষ্কৃত হয়েছিল।
গিজার গ্রেট পিরামিড হল পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র, যা দাঁড়িয়ে আছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।