News update
  • BNP sees plot to delay polls, cautious in dealing with govt     |     
  • Six more dengue cases reported in 24 hours     |     
  • 22 ex-DCs sent on compulsorily retirement     |     
  • Groom killed in road crash on way back from nupital shopping     |     
  • Civilians at breaking point in eastern DR Congo: Aid official     |     

শফিকুল আলমকে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-02-19, 7:07am

43a9e0097f2f406c4217d34618b17525dfdcabd053b5900a-0d04a0e7b87101e86b08722075503edd1739927258.jpg




সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তাকে এ মর্যাদা দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা দেয়া হলো।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

১৩ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিয়োগ পান সাংবাদিক শফিকুল ইসলাম। তখন তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল। এনটিভি।