News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

সাজগোজ-এর ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’ ক্যাম্পেইন শুরু

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-03-02, 7:15pm

erewrw4543-9411227d7426eaae7ed16b616b029e541740921327.jpg




পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় বিউটি ও লাইফস্টাইল রিটেলার সাজগোজ শুরু করেছে গিগা সেল ক্যাম্পেইন ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকরা ৭০% পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলস সহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন।    

গিগা সেল-এ গ্রাহকরা বিভিন্ন ফেস্টিভ বান্ডেল, একটি কিনলে একটি ফ্রি (বাই-ওয়ান-গেট-ওয়ান) অফার এবং বিভিন্ন কম্বো ডিলস উপভোগ করতে পারবেন, যা সৌন্দর্য চর্চা ও ত্বকের যত্ন নিশ্চিতের পাশাপাশি ঈদের আনন্দও দ্বিগুণ করে তুলবে। এছাড়া, নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য কিনলে পাবেন ফ্রি ডেলিভারি।

ক্যাম্পেইনের মূল আকর্ষণ – সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে ঈদ উপহার হিসেবে সাজগোজ-এর পক্ষ থেকে পাবেন একটি ডায়মন্ড রিং এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে পাবেন ৫,০০০ ও ৩,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

গিগা সেল প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “ঈদের কেনাকাটাকে আরও উপভোগ্য ও ঝামেলামুক্ত এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলাই আমাদের লক্ষ্য। ৭০% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট, এক্সক্লুসিভ সব ডিলস এবং প্রিমিয়াম পুরস্কার দেওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।”

এই ঈদকে আরও আনন্দময় করতে সাজগোজ-এর ঈদ উল ফিতর গিগা সেল থেকে শপিং করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন shajgoj.com অথবা আজই ডাউনলোড করুন সাজগোজ-এর অ্যাপ।