News update
  • IG of Police warns against vandalism, orders arrest     |     
  • NBR to chase TIN holders who fail to submit tax returns     |     
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     
  • Tens of millions at risk of hunger as funding crisis spirals     |     
  • Yunus Urges Trump to Delay New Tariffs by Three Months     |     

শুল্ক আরোপে উদ্বেগ, মার্কিন ক্রেতাদের বিজিএমইএর খোলা চিঠি

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-04-07, 3:18pm

4ertrt43543-7447b50afee14ead0873bd8af14c81cd1744017517.jpg




বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরোপে উদ্বেগ প্রকাশ করে মার্কিন ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছে খোলা চিঠি লিখেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

রোববার (৬ এপ্রিল) বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেনের ইস্যু করা চিঠিতে সংকট মোকাবিলায় ক্রেতাদের পরামর্শ চাওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব হবেও উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দেশ। দেশের মোট পোশাক রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ রপ্তানিকারকসহ মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের মাঝে অনিশ্চয়তা বেড়েছে।

‘শুল্ক আরোপ দুই দেশের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জিং পরিস্থিতি সৃষ্টি করেছে। এর প্রভাবে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কাঠামো, সরবরাহ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশের সরকার ও বেসরকারি খাত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’ 

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা যোগাযোগ করছে। কিভীবে শুল্কের প্রভাব মোকাবিলায় করা যায় সেই বিষয়ে আলোচনা করছে। তবে, এই মুহূর্তে ব্যবসায়ীদের কাঁধে অতিরিক্ত চাপ না দিয়ে অংশীদারদের ধৈর্য ও সহযোগিতার জন্য অনুরোধ করছি।

এ ছাড়া বাংলাদেশের পোশাক খাতকে টেকসই ও সামাজিকভাবে দায়বদ্ধ খাতে রূপান্তরে ক্রেতা প্রতিষ্ঠানগুলো যেভাবে দীর্ঘদিন ধরে পাশে রয়েছে, সেই সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলেও চিঠিতে বলা হয়।আরটিভি