News update
  • Independence Day parade planned in all districts sans Dhaka     |     
  • 32 Dead as US Storm Brings Tornadoes and Wildfires     |     
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     

ব্যাংকে সুশাসন ফেরাতে গভর্নরের কঠোর বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2023-09-28, 10:42am

resize-350x230x0x0-image-241585-1695838095-4bc332da3671f0f6667fd623af19eda51695876147.jpg




দেশের ১৫টি ব্যাংকে সুশাসন ফেরাতে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর পর্যবেক্ষক ও সমন্বয়কদের সঙ্গে বৈঠকে গভর্নর এ কঠোর বার্তা দেন।

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, সুশাসনের অভাবে ভুয়া ঋণ, ইচ্ছাকৃত খেলাপি, অর্থপাচার এবং অনিয়মে জড়িত হয়ে পড়েন পরিচালকরা। ব্যাংকগুলোতে সুশাসন না ফেরাতে পারলে গ্রাহকদের আস্থা কমে যাবে। আস্থা কমলে মানুষ আমানত রাখা নিয়ে দ্বিধায় পড়বে।

এ সময় দেশের ইসলামী শরিয়ায় পরিচালিত তিনটি ব্যাংক এবং রাষ্ট্রয়াত্ত চারটি ব্যাংকসহ মোট ১৫টি ব্যাংকের পর্যবেক্ষক ও সমন্বয়কদের নিকট ব্যাংকগুলোর চুক্তির অগ্রগতি জানতে চেয়েছেন গভর্নর আব্দুর রউফ। খেলাপি আদায় ও তারল্য বৃদ্ধিসহ ব্যাংকের স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে করা সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে জোড়ালো পদক্ষেপ নিতে নির্দেশনা দেন তিনি। এছাড়া চুক্তি বাস্তবায়নের হার বৃদ্ধি, দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা এবং ব্যাংকগুলোয় মনিটরিং জোর দিতে পরামর্শ দেন।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, দেশের ১৫ বাণিজ্যিক ব্যাংকের পর্যবেক্ষক ও সমন্বয়কের সঙ্গে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে গভর্নর কড়া নির্দেশ দিয়েছেন। তারমধ্যে এমওইউ বাস্তবায়ন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্বলতারোধে আগাম ব্যবস্থা নিতে বলেছেন। এ বিষয়ে ব্যাংকগুলোর ওপর নজরদারি বৃদ্ধি এবং ঋণ বিতরণ ও খেলাপি আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সূত্র আরটিভি নিউজ।