News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-03-11, 7:39pm

jhruqyriuq8ro-a848d14a3064f2c200b8a95d6653afac1710164367.jpg




অর্থপাচার ঠেকাতে অবৈধ হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, এ ধরনের অপরাধে যুক্ত হওয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট প্রতিদিনই বন্ধ করা হচ্ছে।

সোমবার (১১ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুর রউফ বলেন, হুন্ডির টাকা এখন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমেও পাঠানো হয়। সে বিষয় বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অনেক প্রবাসী ওখানেই (বিদেশ) পরিচিত কোনো ব্যক্তিকে টাকা দিয়ে বলছেন বাংলাদেশ তার পরিবারকে দিতে। অথচ ওই টাকা বিদেশেই থেকে যায়। তার বিপরীতে বাংলাদেশে কোনো একজন প্রতিনিধি টাকাটা ওই পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে।

‘আগে ওই টাকাটা প্রতিনিধির মাধ্যমে প্রবাসীর বাড়ি গিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন এমএফএসের মাধ্যমে এই টাকা পাঠানো হচ্ছে। এ ধরনের ১ থেকে ২০০ অ্যাকাউন্ট প্রতিদিন বন্ধ করা হচ্ছে।’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, মানি চেঞ্জাররা ডলারের রেট বাড়িয়ে দিলে অনেক প্রবাসীই রেমিট্যান্সের অর্থ ধরে রাখেন। আর এভাবেই ডলার সংকট তৈরি হয়। এজন্য মানি চেঞ্জারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এ সময় অবৈধভাবে অর্থ লেনদেন প্রতিরোধে সরকারি সব সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আবদুর রউফ তালুকদার। তথ্য সূত্র আরটিভি নিউজ।