News update
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     

আইএফআইসি ব্যাংকের পদ হারালেন সালমান এফ রহমানপুত্র শায়ান

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-08-13, 11:06pm

6f2b566983f9d8ff29fec75a3336d35cf1f53153907cffee-e08a05c682901c974b4c76e94904cf471723568811.jpg




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানকে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণখেলাপির দায়ে শায়ানকে পরিচালক পদে আর পুনঃনিয়োগ দেয়া হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার (১৩ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে আইএফআইসি ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা সময় সংবাদকে জানান, আইএফআইসি ব্যাংক থেকে শায়ান একটি ফ্যাশন হাউজের নামে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধ না করায় এখন তা খেলাপি ঋণে পরিণত হয়েছে। এজন্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় শায়ানকে পুনঃনিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শায়ানের বাবা সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। মঙ্গলবার রাজধানীর সদঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সময় সংবাদ।