
আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখায় সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনা হবে না।
সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাণিজ্যিক সব ব্যাংকের শাখায় এই সেবা পাবেন গ্রাহকরা। একই সঙ্গে ছেড়া ও ফাটা নোটের ক্ষেত্রেও নিকটস্থ ব্যাংকের শাখায় সেবা নিতে পারবেন তারা।
তবে আগুনে পোড়া নোট মূল্যায়নের দায়িত্ব থাকছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংক জানায়, যেহেতু সকল ব্যাংকে সঞ্চয়পত্র ও বন্ডের ক্ষেত্রে গ্রাহকদের দ্রুত সেবা নিশ্চত হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের শাখায় এসব সেবা বন্ধ করলে ক্ষতি হবে না।
যেসব সেবা বন্ধ হচ্ছে- সঞ্চয়পত্র কেনাবেচা, প্রাইজবন্ডের হাতবদল,।ছেঁড়াফাটা নোট বদল, সরকারি চালানের টাকা জমা ও।চালানের ভাংতি টাকা বিনিময়।
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নের অংশ হিসেবে মতিঝিল কার্যালয়ের এসব সেবা গোটানোর উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচেই সংস্থাটির মতিঝিল কার্যালয়। ১৯৮৫ সাল থেকে এই কার্যালয় থেকে এসব সেবা দিয়ে আসছিল সংস্থাটি।