News update
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     
  • When To Worry over Ceiling & Wall Cracks After An Earthquake      |     
  • Stock market rebounds, DSEX gains 166 points over week     |     

কলাপাড়ায় এমপি মহিব্বুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্যাডমিন্টন 2023-01-02, 8:57pm

mohibur-rahman-badminton-tournament-held-in-kalapara-f5e360c30c71d0822da8c80f7fc5cfc11672671422.jpg

Mohibur Rahman Badminton Tournament held in Kalapara



পটুয়াখালী: 'মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন' স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় এমপি মহিব্বুর রহমান প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা শনিবার রাত আটটায় অনুষ্ঠিত হয়েছে।  টুর্নামেন্টে সিংগারা পয়েন্ট জুটি টুটুল-সম্রাট জুটি কে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও চেক বিতরণ করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি মো: জসিম, পৌরসভার প্যানেল মেয়ের মো: হুমায়ুন কবির প্রমূখ। 

টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশ গ্রহন করে। এবং টুর্নামেন্ট স্পনসর করেন টোটাল প্লাস বাংলাদেশ লিমিটেড ,এ,জে ইলেকট্রনিক্স, মা লক্ষী জুয়েলার্স, ইহান এগ্রো ,বেস্ট লুক ফ্যাশন। - গোফরান পলাশ