ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্বে শান্তির খুব অভাব। বর্তমানে বিশ্ব শান্তির দুর্ভিক্ষে ভুগছে। এসময় পোপ ইউক্রেনে চলমান কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ অবসানের জন্য আহ্বান জানান।
রোববার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকান থেকে বার্ষিক ক্রিসমাস ডে বার্তায় এসব কথা জানান তিনি। চলমান যুদ্ধে খাদ্যপণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেন পোপ।
ফেব্রুয়ারিতে রুশ-ইউক্রেন যুদ্ধের সময় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের অভাব দেখা দিয়েছে। কারণ, ওই দুই দেশই বিপুল পরিমাণ শস্য রফতানি করে বিশ্বের বিভিন্ন দেশে। এরপর জাতিসংঘ, তুরস্ক, রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির আওতায় খাদ্যপণ্য পরিবহনের করিডোর খুলে। ওই করিডোর দিয়ে ইউক্রেন বিশ্বের প্রায় ৩০ শতাংশ গম পাঠিয়েছে।
রুশ-ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত মন্তব্য করে এ সময় তিনি বলেন, বিশ্বের অন্যান্য অঞ্চলে শান্তির বড়ো অভাব। ওই এলাকাগুলোতে শান্তির দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
এ সময় তিনি মধ্যপ্রাচ্য, মিয়ানমার, হাইতি এবং আফ্রিকার সাহেল অঞ্চলে সংঘাত ও মানবিক সংকটের কথা তুলে ধরেন তার বক্তব্যে। পোপ ফ্রান্সিসের ১০ মিনিটের ভাষণের বেশিরভাগ অংশ দখল করে রেখেছিল ইউক্রেনের যুদ্ধ।
তিনি পোপ পদ গ্রহণের পর থেকে এটা ছিলো তার দশম বড়দিনের ভাষণ। তথ্য সূত্র আরটিভি নিউজ।