News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার সময় পুলিশের ওপর হামলাকারী ব্যক্তির ২০ বছরের কারাদণ্ড

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2024-08-11, 6:42am

0e700717-96f9-431f-8e0d-8465189fa40c_w408_r1_s-ebc35d4da50a59c797c13ae2279014bc1723336940.jpg




রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে, ক্যালিফোর্নিয়ার এমন এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার সময় পতাকার দণ্ড এবং অন্যান্যঅস্ত্র দিয়ে পুলিশের ওপর বারবার আক্রমণ করেছেন।

ক্যাপিটলে দাঙ্গা সংশ্লিষ্ট শত শত মামলার মধ্যে, ডেভিড নিকোলাস ডেম্পসি হলেন, দীর্ঘতম মেয়াদের সাজা পাওয়াদের একজন। আইনজীবীরা তাকে কেপিটলে হামলা চালানো ডনাল্ড ট্রাম্প সমর্থকদের মধ্যে অন্যতম হিংসাত্মক ব্যক্তি বলে বর্ণনা করেন। সেই হামলার সময়, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা জো বাইডেনের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়কে অনুমোদন দেয়ার জন্য অধিবেশনে বসেছিলেন।

ভ্যান নুইস থেকে আসা ডেম্পসি পুলিশ অফিসারের মাথায় আঘাত করেন। আইনজীবীরা জানান, একটি সুড়ঙ্গ রক্ষাকারী অফিসারদের দিকে তিনি এ খুঁটি ছুঁড়ে মারেন, একটি ধাতব ক্রাচ দিয়ে একজন অফিসারেরমাথায় আঘাত করেন এবং মরিচের স্প্রে ও আসবাবপত্রের ভাঙ্গা টুকরো দিয়ে পুলিশের ওপর হামলা চালান।

তিনি অন্যান্য দাঙ্গাবাজদের ওপরে আরোহণ করে, তাদেরকে "মানব-কাঠামো" হিসেবে ব্যবহার করে একটি টানেলেরপ্রবেশদ্বারে পাহারারত অফিসারদের কাছে পৌঁছান। আইনজীবীরা জানান, তিনি অন্তত দুই পুলিশ কর্মকর্তাকে আহত করেন।

যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রয়েস ল্যামবার্থ ডেম্পসিকে বলেন, “ছয় জানুয়ারিতে আপনার আচরণ ছিলো অত্যন্ত জঘন্য। আর, আপনি আবেগে খুবই উত্তেজিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেননি।"

ডেম্পসি জানুয়ারিতে, একটি বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ অফিসারদের আক্রমণের দুটি অভিযোগে দোষ স্বীকার করেন।

৬ জানুয়ারির হামলায় শুধুমাত্র সাবেক প্রাউড বয়েজ নেতা এনরিক তারিও দীর্ঘ সাজা পেয়েছেন। ২০২০সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের কাছ থেকে বাইডেনের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বন্ধ করার জন্য ষড়যন্ত্রর অপরাধে তারিওকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

ডেম্পসি তার আচরণকে "নিন্দনীয়" বলে উল্লেখ করেন এবং যে পুলিশ অফিসারদের তিনি লাঞ্ছিত করেছিলেন,তাদের কাছে ক্ষমা চান। তিনি তার সাজার বিষয়ে জানার আগে বলেন, "আপনারা আপনাদের দায়িত্ব পালন করছিলেন, এবং আমি আগ্রাসী এবং সহিংসতার সাথে প্রতিক্রিয়া জানাই।"

বিচার বিভাগের আইনজীবীরা সাবেক নির্মাণ শ্রমিক এবং ফাস্ট-ফুড রেস্তোরাঁর কর্মচারী ডেম্পসির জন্য, ২১ বছর ১০ মাসের কারাদণ্ড সুপারিশ করেন। আইনজীবীরা লেখেন, ডেম্পসির সহিংসতা এতটাই চরম মাত্রার ছিলো যে তিনি একজন সহকর্মী দাঙ্গাবাজকেও আক্রমণ করেন; যিনি তাকে নিরস্ত্র করার চেষ্টা করছিলেন।

যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি ডগলাস ব্রাশার বিচারককে বলেন, "ডেভিড ডেম্পসি রাজনৈতিক সহিংসতারমূর্ত প্রতীক।"

অভিযুক্ত পক্ষের আইনজীবী অ্যামি কলিন্স তার জন্য ৬ বছর ৬ মাস মেয়াদের সাজার সুপারিশ করেন। তিনি সরকার পক্ষের আইনজীবীর সাজার সুপারিশকে "হাস্যকর" বলে বর্ণনা করেন। তিনি বলেন, "এটি তাকে একটি পরিসংখ্যানে পরিণত করেছে। এই রায়, সে কেমন মানুষ, সে কতটা গুরুত্ব বহন করে তা বিবেচনা করে না।"

লোয়ার ওয়েস্ট টেরেসের দরজার দিকে একটি সুরঙ্গে পুলিশকে আক্রমণ করার সময় ডেম্পসি একটি কৌশলগত ভেস্ট, একটি হেলমেট পরে ছিলেন এবং একটি আমেরিকার ফ্লাগ গাইটার দিয়ে তার মুখ ঢেকে রেখেছিলেন। আইনজীবীরা লেখেন, তিনি মেট্রোপলিটন পুলিশ বিভাগের গোয়েন্দা ফুসন নুগুয়েনের ওপর মরিচের স্প্রে ছিটিয়ে দেন। আর তখন আরেকজন দাঙ্গাকারী অফিসারের গ্যাস মাস্ক টেনে খুলে দেয়।

তারা আরো লেখেন, "ঝাল মরিচ স্প্রে করায়, গোয়েন্দা নুগুয়েনের ফুসফুস, গলা, চোখ এবং মুখ জ্বালা করতে থাকে এবং তিনি নিঃশ্বাস নেয়ার জন হাসফাস করতে থাকেন। তিনি ভয় পান যে তিনি জ্ঞান হারাতে পারেন এবং পদদলিত হতে পারেন।"

এরপর ডেম্পসি এমপিডি সার্জেন্ট জেসন ম্যাস্টনিকে ধাতব ক্রাচ দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার গ্যাস-মাস্কের ধাতব আবরণ ভেঙে যায় এবং তার মাথায় আঘাত লেগে কেটে যায়।

ম্যাস্টনি আদালতে জমা দেয়া একটি বিবৃতিতে বলেন, "আমার কান ভোঁ ভোঁ করে উঠতেই আমি পড়ে যেতে থাকিএবং দেয়ালের সাথে নিজেকে চেপে রাখি। আমি আবার উঠে দাঁড়াই এবং আরো কয়েক মিনিট তাদের ঠেকিয়ে রাখতে সক্ষম হই। কিন্তু, দাঙ্গাবাজদের আরেকটি হামলা পুলিশ প্রতিরক্ষাকে সুড়ঙ্গের চৌকাঠ থেকে দূরে ঠেলে দেয়।"

২০২১ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে ডেম্পসিকে কারাগারে রাখা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় তার বিরুদ্ধে যে অপরাধ-রেকর্ডে আছে, তার মধ্যে রয়েছে; ডাকাতি, চুরি এবং হামলার অভিযোগ।আইনজীবীরা বলেন, সান্তা মনিকা পিয়ারের কাছে ২০১৯ সালের অক্টোবরে একটি সমাবেশে হামলার জন্য দোষী সাব্যস্ত হন ডেম্পসি। সেখানে ডেম্পসি তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া মানুষের ওপর আক্রমণ করেছিলেন।

ডেম্পসিকে ২০০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছিলো উল্লেখ করে তারা লেখেন, “ডেম্পসি একটি বিয়ার ক্যানিস্টার বের করে বেশ কয়েকজন বিক্ষোভকারীর ওপর খুব কাছ থেকে বিয়ার ছড়িয়ে দিলে শান্তিপূর্ণ প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠে।”

আইনজীবীদের মতে, ডেম্পসি কমপক্ষে আরো তিনটি "নিষ্ঠুর রাজনৈতিক সহিংসতার" কাজে জড়িত ছিলেন। সেগুলো "বিভিন্ন কারণে" ফৌজদারি অভিযোগের দিকে এগুয়নি।

একহাজার ৪০০ জনের বেশি লোককে ৬ জানুয়ারি-সম্পর্কিত ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। তাদেরমধ্যে ৯০০ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর, সাজা দেয়া হয়েছে, মোটামুটি দুই-তৃতীয়াংশকে। সাজার মধ্যে রয়েছে কয়েক দিনের কারাভোগ থেকে ২২ বছর পর্যন্ত কারাবাসের দণ্ড। ভয়েস অফ আমেরিকা বাংলা।