যুক্তরাষ্ট্রে দুই শিশুর দেহে মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার জানান।
তাদের মধ্যে একজন হাঁটতে শেখার বয়সী এক শিশু। অপরজন একেবারে কমবয়সী এক শিশু যে যুক্তরাষ্ট্রের বাসিন্দা নয় কিন্তু ওয়াশিংটনে থাকা অবস্থায় তার রোগটি সনাক্ত হয়। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এসব তথ্য জানিয়েছে।
ঐ শিশুরা শারিরীকভাবে ভাল অবস্থায় আছে বলে জানানো হয় এবং তাদের চিকিৎসা চলছে। তাদের কিভাবে সংক্রমণ হল তার তদন্ত হচ্ছে, তবে কর্মকর্তারা ধারণা করছেন যে, বাসার কারো থেকেই তাদের এই সংক্রমণ হয়েছে।
অপরাপর বিস্তারিত কোন তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত খবর পাওয়া ২,৮০০ ‘র ও বেশি জন আক্রান্তের মধ্যে, এই দুই শিশু ছাড়া আরও আটজন নারী সম্পর্কে স্বাস্থ্য কর্মকর্তারা অবহিত রয়েছেন বলে জানানো হয়।
এদিকে, ইউরোপে ১৭ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে অন্তত ছয়জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এই সপ্তাহে নেদারল্যান্ডে ডাক্তাররা এক ছেলের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন। তাকে অ্যামসটারড্যামের এক হাসপাতালে শরীরজুড়ে প্রায় ২০টি লালচে খয়েরি গুটি সহ দেখা যায়। তার মাঙ্কিপক্স সনাক্ত হয়েছে এবং ডাক্তাররা বলছেন যে সে কিভাবে আক্রান্ত হয়েছে সে বিষয়টি তারা নির্ধারণ করতে পারেননি।
আফ্রিকায় শিশুদের মধ্যে মাঙ্কিপক্স সংক্রমণ আরও অধিক হারে হয়ে থাকে। কমবয়সী শিশুদের মধ্যে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর হার বেশি বলে ডাক্তাররা উল্লেখ করেছেন।
এর একটি কারণ এটি হতে পারে যে, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা শিশুবয়সে গুটিবসন্তের টিকা নিয়েছিলেন, যার ফলে মাঙ্কিপক্সের ভাইরাসের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে, ডা. জেমস ললার বলেন। তিনি নেবরাস্কা মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ে সংক্রামক ব্যাধি বিষয়ক একজন বিশেষজ্ঞ।
প্রায় ৪০ বছর আগে গুটিবসন্ত নির্মূল হয়ে যাওয়ার পর গুটিবসন্তের টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।