যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার প্রথমবারের মত প্রকাশ্যে উপস্থিত হয়ে কোভিড-১৯ থেকে তার সেরে উঠার বার্তা দেন। এ সময়ে দেওয়া বক্তব্যে তিনি মহামারীর বিরুদ্ধে তার প্রশাসনের অগ্রগতির কথা তুলে ধরেন।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে স্যুট-টাই-এর পাশাপাশি তার স্বভাবসুলভ চিরাচরিত এভিয়েটর সানগ্লাস পরে উপস্থিত হন তিনি। তাকে দেখে মনে হয়েছে তিনি বেশ ভাল আছেন।
মঙ্গলবার রাতে এবং পরে বুধবার সকালে পরপর দুইবার তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তাকে আইসোলেশন থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয় বলে প্রেসিডেন্টের চিকিৎসক জানান।
হোয়াইট হাউজের চিকিৎসক, কেভিন ও’কনর লেখেন, “তার উপসর্গগুলোর ধীরে ধীরে উন্নতি হয়েছে, এবং প্রায় পুরোপুরি সেরে উঠেছে। প্রেসিডেন্ট তার পাঁচদিনব্যাপি (অ্যান্টিভাইরাল ওষুধ) প্যাক্সলোভিড চিকিৎসা শেষ করার পর এমন ফলাফল পাওয়া গিয়েছে।” তিনি আরও লেখেন যে, বাইডেন আরও ১০ দিন ধরে অন্যান্যদের আশেপাশে একটি মাস্ক পরে থাকবেন।
বাইডেন বলেন, “আমি বেশ জলদি সুস্থ হয়েছি এবং আমার বেশ ভাল লাগছে। আমি যতক্ষণ আইসোলেশনে ছিলাম তার পুরোটা সময়েই আমি কাজ করতে পেরেছি, এবং কোন বিরতি ছাড়াই আমার দায়িত্ব পালন করতে পেরেছি। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোথায় রয়েছি, এটি তারই একটি বাস্তব প্রমাণ।”
গত বৃহস্পতিবার বাইডেনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল। তিনি পূর্ণ ডোজ টিকাসহ দুইবার বুস্টার ডোজ নিয়েছেন। এই দুইটি ব্যবস্থাই মহামারীর আগের দিকের তুলনায় এখন অনেক বেশি সহজলভ্য।
আমেরিকানদের নিজেদের টিকা হালনাগাদ রাখতে এবং বুস্টার ডোজ নিতে উৎসাহ দেন বাইডেন। এছাড়াও একটি নতুন ও দ্রুত সংক্রামক ভাইরাসের ধরণের বিস্তারের বিষয়ে সবাই সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।