News update
  • Dhaka’s air quality 2nd worst in the world this morning     |     
  • Eleven missing after South African trawler sinks     |     
  • 800,000 have fled fierce fighting in Rafah, UN says     |     
  • IFC for united movement to realise fair share of water from India     |     

প্রেসিডেন্ট বাইডেন এখনো কোভিড পজিটিভ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-08-04, 7:57am

80200000-c0a8-0242-a385-08da74ca342c_w408_r1_s-942b5f37bd2ebe10c7a37201863792561659578262.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পজিটিভ এসেছে যেটিকে ডাক্তাররা ভাইরাসের “রিবাউন্ড” কেস হিসেবে বর্ণনা করেছেন।

প্রেসিডেন্টের চিকিৎসক ডঃ কেভিন ও’কনার হোয়াইট হাউজের একটি মেমোতে লিখেছেন, প্রেসিডেন্টের “হালকা কাশি” আবার শুরু হয়েছে যদিও “তার তাপমাত্রা, নাড়ি, রক্তচাপ, রেস্পিরেটরি রেট এবং অক্সিজেন সম্পৃক্ততা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

জুলাইয়ের শেষের দিকে প্রথমবারের মতো বাইডেনের (৭৯) কোভিড পজিটিভ ধরা পড়ে এবং বেশ কয়েকদিন ধরে অ্যান্টিভাইরাল ড্রাগ প্যাক্সলোভিড গ্রহণ করার পরে গত বুধবার আইসোলেশন থেকে বের হন। শনিবার পজিটিভ হওয়ার পর তিনি আবার আইসোলেশনে ফিরে যান।

ফাইজার দ্বারা উৎপাদিত এবং উচ্চ-ঝুঁকির রোগীদের চিকিৎসার জন্য অনুমোদিত একটি বডি প্যাক্সলোভিড-এর সাধারণ ৫ দিনের কোর্স গ্রহণকারী রোগীদের একটি ছোট অংশের মধ্যে রিবাউন্ডের ঘটনা দেখা যায়। সেন্টার ফর ডিজিজ কন্ত্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, বেশিরবাগ রিবাউন্ড কেসে শুধুমাত্র হালকা অসুস্থতা দেখা গেছে এবং গুরুতর জটিলতার কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

হোয়াইট হাউজের প্রেস সচিব কারিন জঁ-পিয়েরে সোমবার সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট এখনো হয়তো তার প্রথমবা্রের কোভিড সংক্রমণের লক্ষণগুলো অনুভব করছেন। তিনি বলেন, “ন্যূনতম লক্ষণগুলো কিছু সময়ের জন্য প্রকট থাকে তাই এগুলো দেখা দিতেই পারে।”

পুনরায় কোভিড পজিটিভ হওয়ার পর থেকে বাইডেনকে মিশিগান এবং ডেলওয়্যারে তার বাড়িতে একটি ভ্রমণ বাতিল করতে হয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার বিষয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের একটি ছোট দলের উদ্দেশে ভাষণ দেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।