News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

চীন পর্যটন বাড়াতে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের ভিসার নিয়ম শিথিল করেছে

গ্রীণওয়াচ ডেক্স মিডিয়া 2024-01-01, 1:35pm

800f0000-c0a8-0242-145f-08db0178391e_cx0_cy10_cw0_w408_r1_s-913379d6b818ef824d807b7e1f75984e1704094551.jpg




যুক্তরাষ্ট্র থেকে যাওয়া ভ্রমণকারীদের জন্য ভিসা বিধিনিষেধ সহজ করবে চীন। এটি এই বছরের শুরুতে তাদের সীমানা পুনরায় খোলার পর থেকে বিদেশী ভ্রমণকারীদের আকৃষ্ট করার জন্য সর্বসাম্প্রতিক প্রচেষ্টা।

শুক্রবার ওয়াশিংটনে চীনের দূতাবাসের অনলাইনে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে আমেরিকান পর্যটকদের রাউন্ড ট্রিপ এয়ার টিকেট, হোটেল রিজার্ভেশানের প্রমাণ, ভ্রমণপথ বা চীনের আমন্ত্রণপত্র আর জমা দিতে হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে আদান-প্রদানকে আরও সহজ করার উদ্দেশ্যে” আবেদনপত্রটি সরল করা হয়েছে।

তিন বছরের কঠোর মহামারী বিধিনিষেধের পরে চীন তার পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার জন্য এই পদক্ষেপটি নেয়া হলো। বিধিনিষেধের মধ্যে সকলের জন্য বাধ্যতামূলক আইসোলেশান অন্তর্ভুক্ত ছিল। যদিও এই বিধিনিষেধগুলো এই বছরের শুরুতে প্রত্যাহার করে নেয়া হয়, তবু আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফিরে আসা অত্যন্ত ধীর ছিল।

অভিবাসন পরিসংখ্যান অনুসারে, এই বছরের প্রথমার্ধে চীন বিদেশীদের ৮ দশমিক ৮ মিলিয়ন প্রবেশ ও প্রস্থান লিপিবদ্ধ করে। এই সংখ্যা মহামারির আগের বছর ২০১৯ সালের মোট সংখ্যা ৯৭৭ মিলিয়ন থেকে অনেক কম।

পর্যটন বৃদ্ধির আরেক পদক্ষেপে চীন গত মাসে ঘোষণা করেছে, তারা ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার নাগরিকদের ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেবে।

গ্রীষ্মে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার অবনতিশীল সম্পর্কের প্রেক্ষিতে অন্যায়ভাবে আটক ও প্রস্থান নিষেধাজ্ঞা ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র আমেরিকানদের চীন ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিল।

সুপারিশে বলা হয়, “চীনের গণপ্রজাতন্ত্রী সরকার (পিআরসি) আইনের অধীনে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই যুক্তরাষ্ট্রের নাগরিক ও অন্যান্য দেশের নাগরিকদের ওপর প্রস্থান নিষেধাজ্ঞা জারি করাসহ নির্বিচারে স্থানীয় আইন প্রয়োগ করে।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা।