ভারত মহাসাগর, বঙ্গোপসাগরসহ আসিয়ান অঞ্চলের জলসীমায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে চীন। ভবিষ্যতে জলীয় সম্পদের ব্যবস্থাপনায় প্রভাব বাড়াতে দেশটির বিভিন্ন গুপ্তচর জলযান এ অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এরই অংশ হিসেবে গত প্রায় এক মাস ধরে বঙ্গোপসাগরে একটি চীনা ‘গুপ্তচর জাহাজ’ অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এক প্রতিবেদনে গণমাধ্যমটি দাবি করেছে, বঙ্গোপসাগরে জিয়াং ইয়াং হং-১, মালদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অপর একটি চীনা গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং-৩ এবং তৃতীয় নজরদারি জাহাজ ডা ইয়াং হাও মরিশাসের পোর্ট লুইসের ১২শ মাইল দক্ষিণে অবস্থান করছে।
প্রতিবেদন মতে, বঙ্গোপসাগরে গত ১ মাস ধরে দাঁড়িয়ে আছে চীনের গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং-১। ভারতের ওপর নজরদারি চালাতে চীন এই জাহাজটি ব্যবহার করছে জানিয়ে এরইমধ্যে উদ্বেগ জানিয়েছে দেশটি।
বর্তমানে জাহাজটি আন্দামান থেকে ৬০০ মাইল দূরে বঙ্গোপসাগরে নোঙর করে আছে। গত ৭ মার্চের রাতে গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং-১ বঙ্গোপসাগরে প্রবেশ করে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিগত বছরগুলোতে শ্রীলঙ্কাকে বেস বানিয়ে চীনা গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালাত। এখন সেই জাহাজগুলো মালদ্বীপ ও আশপাশের এলাকায় পৌঁছে গেছে। এছাড়া ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর উপস্থিতি থাকলেও, নৌপথের নিরাপত্তা এবং জলদস্যুদের নিয়ন্ত্রণে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
উল্টো এসব নজরদারি ও গুপ্তচর জাহাজের মাধ্যমে সমুদ্রের ম্যাপিংসহ বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছে চীন। ভবিষ্যতে এসব তথ্যের ভিত্তিতে জলসীমার দখল ও সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার এবং জলসীমা নিয়ে সংঘাতে ভালো অবস্থানে থাকার চেষ্টা চালাচ্ছে চীন। সময় সংবাদ।