News update
  • Govt to Build 90 Cyclone Shelters to Boost Coastal Safety     |     
  • Deadlock between 2 departs brings Gomti Bridge Project to halt     |     
  • Village Games: Magical Childhood of BD Children in Winter     |     
  • IsDB Group Business Forum Drives Sustainable Investment at WIC     |     
  • 163 bank accounts in Nayeemul Islam Khan's family      |     

মোদির শপথ অনুষ্ঠানে ‘রহস্যময় প্রাণী’, যা বলল পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2024-06-11, 7:19am

ksdjfhkfik-e33dd161c2e652dd8f6d3b3ba36a90511718068759.jpg




ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেয়ার অনুষ্ঠানে এক ‘রহস্যময়’ প্রাণী সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে ধরা পড়েছে। শপথ অনুষ্ঠানের অনাহুত অতিথিকে নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। অবশেষে সোমবার (১০ জুন) সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে এ ‘রহস্যময় প্রাণীর’ রহস্যের ভেদ করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম। সেসময় ভিডিওতে একটি প্রাণীর ছায়া দেখা যায়। এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে বন্য প্রাণী বলে দাবি করে নেটিজেনরা।

পুলিশ জানায়, এটি একটি সাধারণ পোষা বিড়াল ছাড়া কিছু না। এটিকে ঘিরে যেসব গুজব ছড়িয়েছে, তাতে কাউকে কান না দেয়ার অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই দিল্লি পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, রাষ্ট্রপতির কমপ্লেক্সের ভেতরে কেবল কুকুর এবং পোষা বিড়াল থাকে। এখানে কোনো চিতাবাঘ বা বন্য প্রাণী থাকে না।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিজেপির সংসদ সদস্য দুর্গা দাস শপথ নেয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্ভাষণ জানাচ্ছেন। সেসময় তাদের পেছন দিয়ে বিড়াল আকৃতির একটি প্রাণীর ছায়া পর্দার আড়াল দিয়ে হেঁটে যাচ্ছে এমন দৃশ্য এক পলকের জন্য দেখা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই প্রাণীটি বিড়াল নাকি চিতাবাঘ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ তো আবার এটিকে কুকুর বলেও চিহ্নিত করেছেন।  সময় সংবাদ