Journalism logo. Freepic
পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের পাহাড় নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ না করার জন্য গণমাধ্যমে পাঠানো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠির প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, পুলিশের দুর্নীতি প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে দোষারোপ করা মানে পরোক্ষভাবে হুমকি দেয়া হয়েছে। পুলিশের সদস্যরা ধরাকে সরা জ্ঞান করে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়বে। আর গণমাধ্যম তা প্রকাশ করলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এটা মামা বাড়ির আবদার।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার বাংলাদেশের সংবিধান স্বীকৃত। যে কোন ধরণের হুমকি-ধমকিকে উপেক্ষা করে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার ও প্রকাশে সাহসী ভূমিকা পালনে সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান। গণমাধ্যম হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। দেশ ও মানবতার শত্রু দুর্নীতিবাজদের আড়াল করে সেই স্তম্ভকে ভেঙ্গে ফেলা হবে আত্মহত্যার শামিল। - প্রেস বিজ্ঞপ্তি