News update
  • Aid blockade into second month: Misery deepens for Gazans     |     
  • UN peacekeeping challenged as conflicts and ceasefires grow more complex     |     
  • IG of Police warns against vandalism, orders arrest     |     
  • NBR to chase TIN holders who fail to submit tax returns     |     
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত

যোগাযোগ 2025-04-07, 11:45pm

dhaka-transport-coordination-authority-holds-its-17th-meeting-on-monday-7-april-2025-ae5134a33b01d9f6fd5495e721e4d2d21744047957.jpeg

Dhaka Transport Coordination Authority holds its 17th meeting on Monday 7 April 2025.



ঢাকা, ০৭ এপ্রিল, ২০২৫: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা আজ সোমবার বিদ্যুৎ ভবনের বিজয় হল (১৪ তলা), নবাব আবদুল গণি রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিটিসিএ পরিচালনা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সভায় ডিটিসিএ’র অভ্যন্তরীণ বিষয়াদিসহ গুরুত্বপূর্ণ ১১টি আলোচ্যসুচীর উপর আলোচনা হয়। এছাড়া আলোচ্যসূচীর বাইরে বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভায় গণপরিবহনে সমন্বিত টিকেটিং ব্যবস্থা এবং ক্লিয়ারিং হাউজ ব্যবস্থাপনা আইন-২০২৫; ডিটিসিএ’র কর্মচারীদের জন্য প্রদেয় ভবিষ্য তহবিল প্রবিধানমালা, ২০২৪; সমন্বিত টিকেট সিস্টেম ব্যবস্থাপনা কোম্পানি গঠনের পূর্ব পর্যন্ত ক্লিয়ারিং হাউজ পরিচালনা, Rapid Pass-এর চলমান সেবা নিশ্চিতকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে ক্লিয়ারিং হাউজ সেল (Cell) গঠন, জনবল কাঠামো ও অর্থায়ন এবং Rapid Pass বাবদ গ্রাহক থেকে প্রাপ্ত জামানত ও ক্লিয়ারিং হাউজের কমিশন বাবদ প্রাপ্ত অর্থ, টিসিইসি থেকে প্রাপ্ত আয় ও ডিটিসিএ'র বিভিন্ন উৎস হতে আয়কৃত অর্থের ব্যবহার নীতিমালা প্রণয়নের বিষয়ে নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

এছাড়া ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত QR Code ভিত্তিক টিকেটিং সিস্টেম মেট্রোরেল এবং বাস সার্ভিসে চালুকরণ এবং ডিটিসিএ’র প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সদস্য সচিব জনাব নীলিমা আখতার, নির্বাহী পরিচালক, ডিটিসিএ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ উপস্থাপন করেন। এছাড়া বৃহত্তর ঢাকা অঞ্চলের জন্য ডিটিসিএ প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনা (STP); ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন-২০১২ এর ৯(চ) উপধারা অনুযায়ী বৃহত্তর ঢাকায় বহুতল ভবন ও আবাসন প্রকল্পে যানবাহন প্রবেশ-নির্গমন ও চলাচল (Traffic Circulation) সংক্রান্ত নক্সা ডিটিসিএ কর্তৃক অনুমোদন ও এতদ্‌সংক্রান্ত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা সংক্রান্ত Traffic Circulation Certificate (TCC); ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক করার মাধ্যমে যানজট লাঘবের লক্ষ্যে ডিটিসিএ’তে “ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটি”-এর কার্যক্রম; Automatic Fare Collection System প্রচলন ও Fare Collection System Integration করার লক্ষ্যে ডিটিসিএ-তে স্থাপিত Clearing House এবং Rapid Pass ও MRT Pass এবং ঢাকা মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানীর মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং এ সংক্রান্ত কার্যক্রম সংক্রান্ত সমন্বয় কমিটির কার্যক্রম বিষয়ে সভায় সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা হয়।

সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর চলমান প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়।

বর্তমানে ডিটিসিএ-তে ৫টি জনগুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে। বৃহত্তর ঢাকা অঞ্চলের জন্য কৌশলগত পরিবহন পরিকল্পনা হালনাগাদকরণ, ক্লিয়ারিং হাউজ ও সমন্বিত টিকেটিং ব্যবস্থা প্রবর্তন ফেইজ-২, বাস রুট রেশনালাইজেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরীর জন্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন এবং চট্টগ্রাম মহানগরীর জন্য পরিবহন মহাপরিকল্পনা ও নগর মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই ইত্যাদি প্রকল্প চলমান রয়েছে।

সভায় নবযোগদানকৃত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জনাব শেখ মইনউদ্দিন উপস্থিত ছিলেন। পরিষদের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়, সচিব, রেলপথ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, মহা- পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, প্রশাসক, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, চেয়ারম্যান, বিআরটিএ, বিআরটিসি, নির্বাহী পরিচালক, ডিটিসিএ,

প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রমুখ। সভায় আলোচ্যসুচী ও বিবিধ আলোচনায় সদস্যবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলেন, সবাইকে নিজ দপ্তর, সংস্থা বা সংগঠনের জন্য কাজ না করে সরকার ও দেশের পক্ষে একযোগে কাজ করার কথা ভাবতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত, সুপারিশ ও মতামত প্রদান করা হয়ঃ

১। জনাব শেখ মইনউদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-কে সভাপতি করে ডিটিসিএ পরিচালনা পরিষদের পক্ষে কার্যকর সমন্বয় সাধনের জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটিতে সংশ্লিষ্ট সংগঠন/দপ্তর/সংস্থা প্রধান বা এর প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি প্রতি মাসে একটি সভা করবে।

২। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম গতিশীল করে পুরো ঢাকা মহানগরীতে ধীরে ধ্রীরে প্রতি রুটে একক কোম্পানি ভিত্তিক ফ্রাঞ্চাইজ সিস্টেমের আওতায় বাস পরিচালনার বিষয়ে তাগিদ প্রদান করা হয়।

৩। সভায় সিটি বাস সার্ভিস পরিষেবার মানোন্নয়ন ও যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারি বেসরকারি বাস অপারেটরদের টিকিট হতে প্রাপ্ত রাজস্ব ঝুঁকির দায়-দায়িত্ব সরকারের গ্রহণ করার বিষয়ে মতামত প্রদান করা হয়।

৪। তেজগাঁওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়ে তাগিদ প্রদান করা হয় এবং প্রকল্প গ্রহণ ও

বাস্তবায়ন পর্যায়ের সময়টুকুতে ট্রাক রাখার জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশকে নির্দেশনা প্রদান করা হয়।

৫। বাংলাদেশ রেলওয়ের নিমতলী ও আনন্দবাজারের দখলকৃত জমি দখলমুক্ত করে নিমতলীতে সিটি বাস টার্মিনাল গড়ে তোলার বিষয়ে নির্দেশ প্রদান করা হয়। এতে মহামান্য আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে সহযোগীতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। 

৬। যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক (পূর্বনাম: মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার), মহাখালী উড়ালসড়ক ও তেজগাঁও উড়ালসড়কে যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে সুষ্ঠু সমন্বয় ও ট্রাফিকের চলাচল জনিত বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপি, সিটি কর্পোরেশন এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৭। ঢাকা মহানগরীর সড়কে যানবাহন চলাচলের চাপ কমাতে ঢাকা-আশুলিয়া  এক্সপ্রেসওয়ে ও ঢাকা বাইপাস সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার বিষয়ে তাগিদ প্রদান করা হয়।

৮। ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত QR Code ভিত্তিক টিকেটিং সিস্টেম মেট্রোরেল এবং বাস সার্ভিসে চালুকরণ বিষয়ে পর্যালোচনার জন্য জনাব শেখ মইনউদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-কে সভাপতি করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আইসিটি মন্ত্রণালয়, Fintech Company হতে সদস্য রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

৯। হাইকোর্ট মোড়/শিক্ষা ভবন হতে উত্তরা, আব্দুল্লাহপুর পর্যন্ত পাইলট করিডোরে ২২টি ট্রাফিক সিগন্যাল স্থাপনে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে হোম গ্রোন ট্রাফিক সিগন্যাল স্থাপনের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, বুয়েট, ডিটিসিএ ও পুলিশের ট্রাফিক বিভাগকে তাগিদ প্রদান করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি