News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

একাধিকবার সংসদে যাওয়া দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে নির্বাচনকালীন সরকার

রাজনীতি 2022-08-08, 10:07pm

discussion-and-doa-mahfil-at-muslim-league-office-on-monday-ced5f354acabb6083b943664ff747ca01659974871.jpg

Discussion and doa mahfil at Muslim League office on Monday



দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানী ও বিদ্যুৎ সংকট, রেমিটেন্সে নেতিবাচক প্রবাহ, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, করোনা পরিস্থিতিতে বেকার সমস্যা বৃদ্ধি, জ্বালানী তেলের বাস্তবতা বিবর্জিত মূল্যবৃদ্ধির মত নানামুখী সংকটে জাতি আজ দিশেহারা করোনার প্রভাব, রাশিয়া-আমেরিকা-চীনের মত পরাশক্তিদের পারস্পরিক যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে পরিকল্পনার ঘাটতি, মেগা প্রকল্পে অনিয়ম-অপচয় ও অব্যবস্থাপনার আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ যৌগিক জটিলতায় সৃষ্ট অর্থনৈতিক মন্দা শ্রীলঙ্কার ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে দেশের আপামর জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করে এই সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা আমাদের আছে  সংকট মোকাবেলায় দরকার মজবুত জাতীয় ঐক্য বিগত দুটি প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের কারণে সৃষ্ট রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস জাতীয় ঐক্যের জন্য আজ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আলোচনার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার বিষয়ে সমঝোতা এই অবিশ্বাস দূর করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারে সরকারের উচিত চলমান অর্থনৈতিক সংকট সমাধানে জাতীয় ঐক্য তৈরির ক্ষেত্র তৈরি করতে, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রণয়নের সুনির্দিষ্ট এজেন্ডায় রাজনৈতিক দলগুলোর সাথ সংলাপ আহবান করা

বাংলাদেশ মুসলিম লীগ বিগত ২৫ জুন, ২০২২ নির্বাচন কমিশনের সাথে সংলাপে একাধিকবার সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে সীমিত সময়ের জন্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রণয়নের জন্য নির্বাচন কমিশনকে সরকারের নিকট প্রস্তাব দেয়ার সুপারিশ করেছে মুসলিম লীগ দৃঢ় ভাবে বিশ্বাস করে প্রস্তাবটি সকলেই যদি ইতিবাচক দৃষ্টিতে গুরুত্বের সাথে বিবেচনা করে তবে তা সংঘাত মুক্ত সংকট উত্তরণের মাধ্যম হতে পারে

আজ বেলা ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের ৪৬তম পুনর্গঠন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত দলীয় ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন প্রধান বক্তার বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে খান এ সবুর ১৯৭৬ সালের ৮ই আগস্ট মুসলিম লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়ে মুসলিম জাতিসত্তা অনুসারীদের শুধু ঐক্যবদ্ধই করেননি বরং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আরও বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার সারোয়ার খান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমে¥দ আবদুল কাইয়ূম, গণদলের চেয়ারম্যান এ.টি এম গোলাম মাওলা চৌধুরী, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী, এফডি পার্টির চেয়ারম্যান ড. এ আর খান, জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, জাস্টিস পার্টির সভাপতি আবুল কাসেম মজুমদার, ইসলামী সমাজতান্ত্রিক দলের সভাপতি  ইঞ্জি. হাফিজুর রহমান, নেজামে ইসলামের সভাপতি মাওঃ ওবায়দুল হক, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি এ.কে এম রকিবুল ইসলাম রিপন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহছানউল্ল্যাহ শামীম, মুসলিম সমাজের সভাপতি মাসুদ হোসেন, পিপলস গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী প্রমুখ

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০