News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

রাজধানীতে সম্মেলন করবে হেফাজত

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-01, 4:37pm




আগামী ১৭ ডিসেম্বর রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরীসহ অন্যান্য নেতারা।

হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনর্বিন্যাস করা হয়। এ ছাড়াও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম-সচিব করা হয়।

এ ছাড়াও মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে প্রচার সম্পাদক ও মাওলানা রাশেদ বিন নূরকে দপ্তর সম্পাদক করা হয়।

বৈঠকে কারাবন্দি হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়াও আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করা হবে বলে জানানো হয়।

হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে যাদের অন্তর্ভুক্ত হয়েছে মুফতি আরশাদ রহমানী, মাওলানা আবদুল বাসির (সুনামগঞ্জ), শাহাদত হোসেন রাঙ্গুনিয়া, মাওলানা খোবাইব, আশরাফ আলী নিজামপুরী, আবদুল কাদের (আমলাপারা),ইউনুস (রংপুর),শওকত হোসেন সরকার নরসিংদী, সাঈদ নূর মানিকগঞ্জ, আকরাম আলী ফরিদপুর, হেলাল উদ্দিন ফরিদপুর, ডক্টর নুরুল আবসার আজহারী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, তৈয়ব হালীম,মুফতি মাসুদুল করিম, নূরুর রহমান বেগ (বরিশাল), নিজামদ্দীন নোয়াখালী, আবদুল মা'বুদ (বাগেরহাট), মুসলিম কক্সবাজার, বোরহান উদ্দীন কাসেমি (বি-বাড়িয়া), আনওয়ার চকরিয়া, কেফায়েতউল্লাহ টেকনাফ, ইয়াহহিয়া নাজিরহাট, শাসমুল ইসলাম জিলানী, আব্দুল্লাহ পোরশা, শরিফ ঠাকুরগাঁও, তাফহিমুল হক হবিগঞ্জ, জুনাইদ বিন ইয়াহিয়া, রাশেদ বিন নূর।

এদিকে ঢাকা মহানগর কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে- মাওলানা মুহাম্মদ ফারুক (মুহতামীম, লালমাটিয়া মাদরাসা), মুজিবুর রহমান হামিদী, লোকমান মাযহারী, আব্দুল্লাহ (ব্যাংক কলনী মাদরাসা, সাভার), ইউসুফ সাদিক হক্কানী, আব্দুল্লাহ ইয়াহিয়া, ইলিয়াস হামিদী, ওয়াহিদুর রহমান (পীরজঙ্গি মাদরাসা), যুবায়ের আহমদ (ওয়াহেদীয়া মাদরাসা, মোহাম্মদপুর), জসীমউদ্দীন (খতীব, চকবাজার ছোট মসজিদ), মুফতি জুবায়ের রশিদ (খতীব, দুদক মাজে মসজিদ)।

চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন :

ফিরোজ শাহ'র পীরসাব মাওলানা তাজুল ইসলামকে আহবায়ক এবং মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে, মাওলানা ফোরকানুউল্লাহ খলীল, আলী ওসমান, হারুন (শোলকবহর), মুনীর উদ্দিন (হালিশহর), ইয়াসিন (লাভলেইন), হাসান মুরাদাবাদী, মুফতি শিহাব উদ্দিন ইসপাহানী, আনোয়ার রব্বানী, এনায়েতুল্লাহ (দামপাড়া), সায়েমুল্লাহ, ফয়সাল বিন তাজুল ইসলাম, জাকারিয়া মাদানী, জয়নাল কতুবী, শহিদুল ইসলাম, মানজুরুল কাদেরসহ ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।