News update
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     
  • Qatar denounces Israel before major summit over Doha attack      |     

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-18, 7:36pm




বরগুনার আমতলীতে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে তারা আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত থেকে দলটির সদস্যপদ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা বলেন, ‌‌আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি, কিন্তু বিনিময়ে কী পেয়েছি।

এ বিষয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগ করেন, তারা কখনও দল বদলাতে পারেন না। মূলত তারা সুযোগ সন্ধানী। এই দলে আবার কখনো ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। তথ্য সূত্র আরটিভি নিউজ।