রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এখন তালাবদ্ধ। পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টন এলাকায় এ চিত্র দেখা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তায় চলাচলকারী অনেককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে কারণে রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ চলাচল করছেন না। বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গত বুধবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে।
শুক্রবার সকালে নাইটিঙ্গেল মোড়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সকাল থেকেই রাস্তা বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না।
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। রাজধানীর প্রায় সব প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সন্দেহ হলেই তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।