News update
  • Passenger bus in northern India catches fire: 20 people burn to death     |     
  • Voting start in Ctg Varsity Central Students Union elections      |     
  • Death toll in Mirpur factory, chemical godown fire rises to 16     |     
  • Humanitarians Urge Donors as Global Aid Remains Severely Short     |     
  • Sami’s five-for 33 seals Afghanistan’s 200-run rout of Bangladesh     |     

কলাপাড়ায় আওয়ালীগের তৃনমূল কাউন্সিলে টাকার ছড়াছড়ি

রাজনীতি 2023-01-23, 10:26pm

kalapara-awami-league-council-c14a1629c63c3555d8d8a652b33f9d271674491192.jpg

Kalapara Awami League council.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার মেয়াদোত্তীর্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষনার পর ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীদের টাকার ছড়াছড়িতে সরগরম এখন আওয়ামীলীগের তৃনমূল। দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হয়েছে ২০ হাজার টাকায়। এরপর প্রার্থী বাছাইয়ের কাউন্সিলে বেশী ভোট পেতে কাউন্সিলর, ডেলিগেটদের দেয়া হচ্ছে ২০-২৫ হাজার টাকা। আর দীর্ঘদিন দলের সুবিধা বঞ্চিত কাউন্সিল ভোটারগনও ভোট দিচ্ছেন টাকার বিনিময়ে।  তবে নিয়ে আওয়ামীলীগ সূত্রের দাবী দলীয় প্রার্থী বাছাইয়ে কাউন্সিল ভোটের আয়োজন, অফিসের আনুষঙ্গিক খরচ মেটাতে টাকা নেয়া হচ্ছে দলীয় প্রার্থীদের কাছ থেকে।
সূত্র জানায়, উপজেলার মিঠাগঞ্জ, বালিয়াতলি, ডালবুগঞ্জ, চম্পাপুর ও ধানখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ন হয়ে যাওয়ায়  তফসিল ঘোষনার আগেই এসব ইউনিয়নে লীগের প্রার্থী বাছাই সম্পন্ন করতে দলীয় কার্যালয় থেকে ফরম বিক্রী শুরু হয়। এতে ধানখালী ইউনিয়নে ৬জন প্রার্থী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে, চম্পাপুরে , বালিয়াতলি , ডালবুগঞ্জ এবং  মিঠাগঞ্জ ইউনিয়নে জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে। এদের মধ্যে দলের দপ্তরের দায়িত্বপালনকারী দুনেতাও প্রার্থী তালিকায় রয়েছেন। প্রতিটি ফরম বিক্রী করা হয় ২০ হাজার টাকা করে। আজ সোমবার (২৩জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে দলের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সহ-সভাপতি এসএম রাকিবুল আহসান, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ জেলা উপজেলার একাধিক শীর্ষ নেতা উপস্থিত থেকে ধানখালী, চম্পাপুর এবং বিকেলে ডালবুগঞ্জ ইউনিয়নের কাউন্সিল ভোট সম্পন্ন করেন। কাল মঙ্গলবার অপর দুইউনিয়নের কাউন্সিল ভোট অনুষ্ঠিত হবে। কাউন্সিলে বেশী ভোট পেতে দলের কাউন্সিলর,
ডেলিগেটদের দেয়া হচ্ছে ২০-২৫ হাজার টাকা করে। আর দীর্ঘদিন দলের সুবিধা বঞ্চিত কাউন্সিল ভোটারগন ভোট দিচ্ছেন টাকার বিনিময়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিল ভোটার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে দলের দপ্তরের দায়িত্বপালনকারী দুজন প্রার্থী মনোনয়ন ফরম টাকা দিয়ে সংগ্রহ করেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
লীগ সূত্র জানায়, উপজেলা লীগের দপ্তর গঠনতন্ত্রের ২৮() ধারা মোতাবেক স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী তৃনমূল প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে ২২ জানুয়ারী দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরন জমা গ্রহন করে। এতে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেয়। আজ ইউনিয়নের কাউন্সিল ভোট সম্পন্ন করা হয়েছে
এবং কাল দুইউনিয়নের প্রার্থী বাছাইয়ের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
তবে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সূত্র ফরম বিতরন, জমা গ্রহন কাউন্সিল ভোট অনুষ্ঠান প্রক্রিয়ায় টাকা পয়সা গ্রহন লেনদেনের বিষয় অস্বীকার করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ জানান, কলাপাড়ার মেয়াদোত্তীর্ন ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনার চিঠি আজ (২৩জানুয়ারী) সন্ধ্যায় প্রাপ্ত হয়েছি। ইউপি চেয়ারম্যান পদে জামানত ফি হাজার টাকা, সদস্য জামানত ফি হাজার টাকা এবং সিডি বাবদ ৫০০ টাকা নেয়া হয় বলে জানান তিনি। - গোফরান পলাশ