News update
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     
  • Chandpur’s century-old municipal clinic closes: Poor in peril     |     
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     

ভাত খেতে না পেয়ে মানুষ কি উন্নয়ন ধুয়ে খাবে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-10, 4:22pm

resize-350x230x0x0-image-215248-1678440002-40f6913d7f74db09d24ff01f7b0941a71678443770.jpg




দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষ দিশেহারা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ টাকার কথা বলে সরকার এখন ৭০ টাকায় মোটা চাল খাওয়াচ্ছে। ভাত খেতে না পেয়ে মানুষ কি এখন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধুয়ে খাবে।

শুক্রবার (১০ মার্চ) সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধানকে বারবার কাটা-ছেড়া করে অকার্যকর করে দিয়েছে। এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশে আজ আইনের শাসন নেই।

তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে না। তাই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। যাতে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।