
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়ে এসেছি।
বুধবার (২২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ভারতের হাইকমিশনে গিয়ে বিএনপি মনে করছে ভারত জয় করে ফেলেছে। গুলশান,বনানীসহ বিভিন্ন জায়গায় ব্রেক ফাস্টে গিয়ে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা করছে তারা। বিএনপির দশ দফা ভুয়া, আন্দোলন ভুয়া, নেতাও ভুয়া। বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। বিএনপি একটি অবৈধ দল আর ফখরুল হচ্ছে অবৈধ মহাসচিব। তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেনে তিনি।
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগে কোন খারাপ ছেলে-মেয়েদের দরকার নেই। যে কমিটি কাজ না করে চাঁদাবাজি করে, সেই কমিটির কোনো দরকার নেই। ছাত্রলীগে এখনো যে পঁচা গলিত অংশ রয়ে গেছে তাদেরকে বাদ দিতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।