News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

চীন সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-05-19, 9:11am

resize-350x230x0x0-image-223876-1684438104-e717d45f8c69d84b1446c93b8dec1cc91684465909.jpg




আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ মে চীন সফরে যাচ্ছে। কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)র আমন্ত্রণে দলটি এই সফরে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ মে) রাতে সফর উপলক্ষে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীনা রাষ্ট্রদূতের কার্যালয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন বলে একাধিক নেতা জানিয়েছেন। পরে রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন দলটির নেতারা।

চীন সফরের বিষয়টি উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ১৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দেবেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের ১৭ সদস্য বিশিষ্ট একটি টিম চীন যাচ্ছেন। সেই উপলক্ষে আজকে রাষ্ট্রদূতের দপ্তরে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। পরে রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় নৈশভোজে আমরা অংশগ্রহণ করি।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর বিষয়ক সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু। তথ্য সূত্র আরটিভি নিউজ।