News update
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     

ইজ্জত-আব্রু রক্ষা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন -মুসলিম লীগ

নবাব সলিমুল্লাহর ১৫২তম জন্মবার্ষিকীর সভায় অভিমত

রাজনীতি 2023-06-09, 12:48am

muslim-league-discussio9n-meeting-marking-the-152nd-birth-anniversary-of-nawab-salimullah-on-thursday-june-8-2023-3054f929d7e36f9902c28b959fdeefd01686250137.jpg

Muslim League discussio9n meeting marking the 152nd birth anniversary of Nawab Salimullah on Thursday June 8, 2023.



২০১৪ ও ২০১৮ সালের দুটি প্রহসনমূলক নির্বাচনের মত আরো একটি নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব আর দেখতে চায় না, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, জনগণের প্রতিষ্ঠিত সরকার দেখতে চায়, বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চায়। নতুন মার্কিন ভিসা নীতি আর বিভিন্ন দেশের দূতদের মন্তব্য তাই প্রমাণ করে। ইজ্জত-আব্রু রক্ষা করতে চাইলে, সময় থাকতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন। আজ (০৮ জুন, ২০২৩) সকাল ১০টায় মুসলিম জাতিসত্তা রাজনৈতিক আদর্শের প্রাণপুরুষ, মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মহানায়ক নবাব সলিমুল্লাহর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিম লীগের উদ্যোগে দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। নেতৃবৃন্দ আরও বলেন, নবাব সলিমুল্লাহর নাম ইতিহাস থেকে মুছে ফেলার চক্রান্ত চলছে, যা অসম্ভব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার সংগ্রাম আর আধিপত্যবাদ বিরোধী লড়াই যতদিন চলবে ততদিন নবাব সলিমুল্লাহ গোটা জাতির জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। তিনি মুসলিম জাতিসত্তা চেতনা, উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ও শিক্ষা সচেতন করার জন্য তার কৃত কর্মকাণ্ডের মাঝেই আজীবন বেঁচে থাকবেন।

আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও এড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা এড. হাবিবুর রহমান, এড. আজিম, আব্দুল খালেক, মিজানুর রহমান, মোঃ নুরআলম প্রমুখ। সভা শেষে মরহুম নবাব সলিমুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি