News update
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today - Thursday     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     

সরকারের পতনেই হবে সব নির্যাতনের বদলা নেওয়া : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-08-10, 10:19pm

aw1hz2utmjm1mty2lte2ote2odm4mzcuanbn-ff31c785f286ce6040fe2fad7a33f2541691684372.jpeg




বর্তমান সরকারের পতনেই সব নির্যাতনের বদলা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী সরকারকে সরাতে না পারলে দেশ ও জনগণের অস্তিত্ব থাকবে না। একদফা দাবি আদায়ের আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করবে। আর এই পতনেই হবে গুলি করে কর্মীদের হত্যা, অনিয়মসহ সব নির্যাতনের বদলা নেওয়া।

তিনি বলেন, বিএনপিকে নেতৃত্বশূন্য আর আগামী নির্বাচন থেকে নেতাদের দূরে রাখতেই তারেক রহমান ও জুবায়দার বিরুদ্ধে সাজার রায় দেওয়া হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। তাই, শান্তিপূর্ণ আন্দোলন করতে দিতে চায় না। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ারগ্যাস, গুলি ছুড়ে। বিশ্ববিবেকের কাছে আজ সেটা প্রমাণিত।

এ সময় সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। তথ্য সূত্র আরটিভি নিউজ।