দুঃখজনক হলেও সত্য যে, সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, কিছুদিন ধরে আমরা খালেদা জিয়াকে দেখছি, তার অসুস্থতার বিষয়ে কথা বলে যাচ্ছি ও আন্দোলন করছি। আমরা জানি, ভয়াবহ এই ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবে না। কারণ, দুঃখজনক হলেও সত্য যে, সরকার তাকে হত্যা করতে চায়। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়।
তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ শিকারকারী। তিনি রাজপথে সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন এবং জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছেন। এখন সমস্ত অসুস্থতা নিয়ে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন। আমরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেন। একইসঙ্গে যেন তার চিকিৎসার সুযোগ করে দেন।
তিনি আরও বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। সেজন্য আল্লাহর কাছেই আমরা প্রার্থনা করি, খালেদা জিয়া যেন আবার আমাদের মাঝে থেকে লড়াই-সংগ্রাম করতে পারেন।
দোয়া ও মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও সঞ্চালনায় ছিলেন মহাসচিব আব্দুল আওয়াল মামুন। এতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের আহ্বায়ক এহসানুল হুদা, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তথ্য সূত্র আরটিভি নিউজ।