News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

ইজরায়েলের সর্বাত্মক যুদ্ধ ঘোষণা জায়নবাদী আগ্রাসনের ভয়াবহ নজির

গাজায় আগ্রাসন ইতিমধ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে

রাজনীতি 2023-10-10, 10:39am

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411696912787.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বিপ্লবী  ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সোমবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে স্বাধীন ফিলিস্তিনের বিরুদ্ধে ইজরায়েলের সর্বাত্মক যুদ্ধ ঘোষণা এবং ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে সামরিক হামলা ও ব্যাপক হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং  ফিলিস্তিনের জনগণের  বিরুদ্ধে ইজরায়েলের এই বর্বোরোচিত হামলা জায়নবাদী আগ্রাসনের ভয়াবহ নজির।

বিবৃতিতে তিনি বলেন, ইজরায়েলী ভূখণ্ডে হামাস এর হামলা ছিল গত কয়েক দশক ধরে ফিলিস্তিন ও ফিলিস্তিনি জনগণের উপর  ইজরায়েলী আগ্রাসন ও ধারাবাহিক গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে তিনি উল্লেখ করেন, বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি উল্লেখ করেন, ইজরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নেয়া দূরের কথা, গত কয়েক দশক ধরে তারা ফিলিস্তিনি জনগণকে হত্যা ও অবরুদ্ধ করে লসগাতার মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে আসছে। তারা এসব অপরাধ সংগঠিত করতে পারছে  মূলত মার্কিন ও পশ্চিমা বিশ্বের মদদেই। দুনিয়ার শান্তিকামী  দেশ  ও  জনগণের মতামত উপেক্ষা করে প্যালেস্টাইনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীকে তারা নিঃশেষ করে দিতে চায়।  অস্ত্র ও অর্থ দিয়ে মমধ্যপ্রাচ্যে তারা ইজরায়েলী বাহিনীর এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে টিকিয়ে রাখছে।

তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে ইজরাইলী হামলায় গাজার কয়েক লক্ষ মানুষ উদবাস্তু হয়েছে, দেখা দিয়েছে মানবিক  বিপর্যয়। তাদের লক্ষ্য  হচ্ছে গাজাকে ফিলিস্তিনিশুণ্য করা।

তিনি অনতিবিলম্বে ফিলিস্তিনের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ ও আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। একইসাথে তিনি ইইজরায়েলী যুদ্ধে আক্রান্তদের মানবিক সাহায্য দেয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রের স্বীকৃতির ভিত্তিতে এ অঞ্চলে স্থায়ী শান্তির উদ্যোগ নিতে  জাতিসংঘসহ আন্তর্জাতিক সসম্প্রদায়ের প্রতি আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি