News update
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     
  • BFIU seeks bank records of ex-BB governors, deputies     |     
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     

বিমানে চড়ে ঢাকায় বিএনপির শতাধিক নেতাকর্মী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-28, 12:35pm

image-245497-1698469289-2f47988829fa6f22812001df73be28f81698474941.jpg




রাজধানীতে মহাসমাবেশ করছে বিএনপি। পুরো নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের মিছিল এবং স্লোগানে মুখরিত। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে সড়ক, রেল ও আকাশপথে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। তবে বেশির ভাগ নেতাকর্মী দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেন।

এদিকে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ফ্লাইটে করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী সিলেট থেকে ঢাকা পৌঁছান। এর মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছেন।তথ্য সূত্র আরটিভি নিউজ।