News update
  • CA Dr Yunus to visit infamous detention centre 'Aynaghar'     |     
  • Martyrs Mugdho, Faiyaaz’s belongings given to DU to preserve     |     
  • Nuke Plant: Russian envoy hopeful of loan settlement issues     |     
  • CEC to launch voter list updating work-2025 Monday in Savar     |     
  • Gazans trek across rubble for homes as ceasefire takes hold     |     

অবরোধ বানচালের চেষ্টা ব্যর্থ : রিজভী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-31, 11:16pm

resize-350x230x0x0-image-245998-1698764500-8d35f7ed3c69e4eecc78ec3871a7f55d1698772584.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অবরোধ পালনকালে পুলিশ নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে। পুলিশ এখন আর রাষ্ট্রীয় বাহিনী নয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ঠেকানোর জন্য শেখ হাসিনা পুলিশকে নির্বিচারে হত্যা করার লাইসেন্স দিয়েছে। বর্তমান পুলিশ বাহিনী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লুণ্ঠন, অর্থ পাচার, অনাচার ও অবিচারের পাহারাদার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার ছয়সূতি ইউনিয়ন ছাত্রদলের নেতা সেফায়েত উল্লাহ ও ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বিল্লাল মিয়াকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

তিনি আরও বলেন, বিএনপির ডাকা ও সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল সমর্থিত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে এরা রক্তাক্ত পন্থায় দমন করতে উঠে পরে লেগেছে। এরা ঢাকা, কিশোরগঞ্জসহ সারাদেশেই বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে অবরোধ কর্মসূচিকে বানচাল করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।