News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

ক্ষমতার দম্ভে সরকার দলীয় নেতা-কর্মীরা আজ অন্ধ -মুসলিম লীগ

রাজনীতি 2023-11-10, 12:39am

kazi-abul-khair-muslim-league-general-secretary-cd2900acc166d62c2300073ffed49f051699555185.jpg

Kazi Abul Khair, secretary general, Bangladesh Muslim League.



ক্ষমতাসীন দলের চট্টগ্রামের ইউনিয়ন পর্যায়ের জনৈক নেতা কর্তৃক মার্কিন রাষ্ট্রদূতকে প্রকাশ্যে পেটানোর হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা জানিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের।

Abdul Aziz Hawladar Executive President BML

আজ (০৯ নভেম্বর, ২০২৩) এক বিবৃতিতে নেতাদ্বয় বলেন, ক্ষমতার দম্ভে সরকারী দলের নেতা-কর্মীরা আজ অন্ধ আর ক্ষমতা হারানোর আশঙ্কায় কাণ্ডজ্ঞান শূন্য হয়ে পড়েছে। রাজনৈতিক শিষ্টাচার, মান্যতা, ভব্যতা রাজনীতির মাঠ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে। ধারাবাহিক সুস্থ রাজনৈতিক চর্চায় ধাপে ধাপে গড়ে ওঠা প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীদের স্থান কতিপয় নেতার পদলেহী অনুগত অযোগ্য কর্মী ও সুবিধাভোগী দুর্বৃত্তরা দখল করে নেয়ায় ক্রমশ পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ফলে গ্রাম পর্যায়ের একজন সাধারণ রাজনৈতিক কর্মীও জনসম্মুখে একটি পরাশক্তি বন্ধু রাষ্ট্রের অতিথি তুল্য রাষ্ট্রদূত সম্পর্কে যা তা মন্তব্য করে বসছে। কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই বিষয়ে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্লিপ্ততা ও সাংগঠনিক কোন ব্যবস্থা না নেয়া।

জাতি অবাক হয়ে দেখছে, কাণ্ডজ্ঞানশূণ্য এই নেতার ন্যূনতম সমালোচনা পর্যন্ত কোন কেন্দ্রীয় নেতা করেনি, সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া তো দূরে থাক। সাময়িক ও তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য আমরা যেভাবে একে একে রাজনৈতিক রীতি-নীতি-সংস্কার-শিষ্টাচার, পরমতসহিষ্ণুতা, বাক-স্বাধীনতা, মান্যতা, ভব্যতাকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে ভয়ংকর এক ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম দিচ্ছি তার জন্য গোটা জাতিকে অনাদিকাল পর্যন্ত চরম মূল্য দিতে হবে বলে সাবধান বাণী উচ্চারণ করেছেন প্রবীণ এই দুই রাজনীতিবিদ। - প্রেস বিজ্ঞপ্তি