News update
  • One lynched in Rajshahi for reportedly killing fish trader     |     
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     

শনির আখড়ায় বাসে আগুন

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-13, 6:59pm

resize-350x230x0x0-image-247758-1699879803-e7e932b71bb1c174822503efc5ea631f1699880340.jpg




রাজধানীর শনির আখড়ায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।