News update
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     
  • Hasina Found Guilty of Crimes Against Humanity     |     
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     

নির্বাচন পরিচালনায় আ.লীগের ১৫ উপকমিটি, নেতৃত্বে যারা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-18, 7:42am

resize-350x230x0x0-image-248342-1700243552-0e861347f13f78d16d95a42862d86e7c1700271739.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনা করতে ১৫টি উপকমিটি গঠন করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব উপকমিটি গঠন করা হয়।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের সভাপতি শেখ হাসিনা। সভায় ১৫টি উপকমিটি গঠন করার পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়।

উপকমিটির নেতৃত্বে যারা

১) ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. মো. আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।

২) নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব অ্যাড. নজিবুল্লাহ হিরু।

৩) নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির আহ্বায়ক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সদস্য সচিব অ্যাডভোকেট তারানা হালিম।

৪) দপ্তর ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ্, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

৫) নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন, সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান।

৬) লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম, সদস্য সচিব বি. এম মোজাম্মেল হক।

৭) পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, সদস্য সচিব অ্যাড. সানজিদা খানম।

৮) প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবু নাসের চৌধুরী, সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ।

৯) মিডিয়া উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

১০) পেশাজীবী সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান, সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।

১১) আইটি বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

১২) বিদেশি মিশন বা সংস্থা উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সদস্য সচিব ড. শাম্মী আহমেদ।

১৩) সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব অসীম কুমার উকিল।

১৪) অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ, সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান।

১৫) ধর্ম বিষয়ক উপকমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশাবন্দী, সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। তথ্য সূত্র আরটিভি নিউজ।