News update
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     
  • Bangladeshi youth injured in BSF firing along Akhaura border     |     

আলীগের অধীনে নির্বাচন মানিনা, জাতিসংঘের অধীন নির্বাচন দিতে হবে

রাজনীতি 2023-12-04, 11:01pm

demonstration-organised-by-the-somomona-peshajibi-jote-in-front-of-the-national-press-club-on-monday-04-derc-2023-6334acb125a6686ea9a85e468116697e1701709266.jpeg

Demonstration organised by the Somomona Peshajibi Jote in front of the National Press Club on Monday 04 Derc 2023.



৪ ডিসেম্বর সোমবার ২০২৩ সরকারের পদত্যাগ এবং পুতুল নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগে অবরোধ সফল করার লক্ষ্যে মিছিল অনুষ্ঠিত হয় যা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন এবং নাইটিঙ্গেল মোর হয়ে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ সাইদুর রহমান বলেন আলীগের অধীনে নির্বাচন মানিনা, জাতিসংঘের অধীনে নির্বাচন দিতে হবে'। তিনি আরো বলেন দীর্ঘ পনের বছর যাবত দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনা। বিশেষ করে নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা তাদের ভোট দেয়ার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কিন্তু এই সরকার ২০১৪ ও ২০১৮ এর মতো করে আরো একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে। 

প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য পাতানো নির্বাচন করতে চায় কিন্তু এদেশের জনগণ সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হতে দিবেনা। আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দল থেকে ভাগিয়ে এনে নৌকা প্রতিকে নির্বাচন করাচ্ছে। দেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে বাহিরে রেখে  কিংস পার্টি তৈরি করে নির্বাচনী খেলায় মেতে উঠেছে। দেশের জনগণ এই নির্বাচন হতে দিবেনা।

আরো বক্তব্য রাখেন এডভোকেট মাঈনুদ্দীন মজুমদার সহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি