News update
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     

পরিকল্পিতভাবেই বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে

আলীগের মন্ত্রী আবদুর রাজ্জাক একথা স্পষ্ট করেছেনঃ সাইফুল হক

রাজনীতি 2023-12-18, 11:39pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411702921156.jpg

Saiful Huq GS Biplabi Workers Party.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সত্য উচ্চারণের জন্য আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী ডঃ আবদুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন।

কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বিরোধীদের দমনে পরিকল্পিতভাবেই যে বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে ডঃ রাজ্জাক তা স্পষ্ট করেছেন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিএনপি'র হাজার হাজার নেতা কর্মীদেরকে পরিকল্পিতভাবেই  যে জেলে ঢুকানো হয়েছে গতকাল ঢাকা  একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই সত্য প্রকাশ করার জন্য সরকারি দলের নেতা কৃষিমন্ত্রী ডঃ আবদুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়,  বরং বিরোধীদের দমনে রাজনৈতিক হিসাব নিকাশ থেকেই যে পাইকারী হারে ২০ হাজারের উপর  বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে  তাও এখন  স্পষ্ট হয়েছে। 

বিবৃতিতে তিনি বলেন,  আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপিসহ বিরোধী দলসমূহকে নির্বাচনে আনার চাপ তৈরী করতেই যে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে  কৃষিমন্ত্রীর সাক্ষাৎকারে তাও পরিস্কার হয়েছে। বিএনপি নির্বাচনে আসতে রাজী হলে একরাতের মধ্যেই গ্রেফতার করা নেতাকর্মীদের  যে মুক্তি দেয়া হোত তাও তিনি খোলাসা করেছেন। 

বিবৃতিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে কিভাবে দমন নিপীড়নের আশ্রয় নেয়, গ্রেফতারের ক্ষেত্র তৈরী করতে কিভাবে নাশকতা,আগুন সন্ত্রাসসহ নানা অভিযোগ দায়ের করে প্রকারান্তরে তাও বেরিয়ে এসেছে। 

তিনি উল্লেখ করেন, এর আগে অগ্নিসন্ত্রাস আর নাশকতার মামলায় গ্রেফতারকৃত ব্যারিস্টার শাজাহান উমরের আকস্মিক জামিন এবং পরের দিন নৌকা মার্কার নির্বাচনের প্রার্থী হওয়ার  নাটকীয় ঘটনার মধ্যেও সরকার ও সরকারি দলের নানা অপকৌশলের প্রমাণ মিলেছে। 

তিনি উল্লেখ করেন, সরকার ও সরকারি দলের নানা অপকৌশল ও অপতৎপরতার  পরও ৭ জানুয়ারীর নীলনকশার পাতানো নির্বাচন কোন গ্রহণযোগ্যতা পায়নি, পাবেনা।

বিবৃতিতে  তিনি হয়রানিমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ  ও ফরমায়েশী রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। - প্রেস বিজ্ঞপ্তি